Uncategorized

শেরপুরে হাইব্রিড ধান চাষে কৃষকের অতিরিক্ত লাভ

  প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২০ , ৬:২৫:৩০ প্রিন্ট সংস্করণ

শেরপুরে হাইব্রিড ধান চাষে কৃষকের অতিরিক্ত লাভ

শেরপুর প্রতিনিধি : বন্যার ক্ষতি কাটিয়ে শেরপুরে আবাদ করা আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। বাজারে ধানের ভালো দাম পাওয়ায় দারুণ খুশি কৃষকরা। এবার রোপা আমনে অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রীড ধান আবাদ করে অন্য জাতের তুলনায় একর প্রতি প্রায় ২০ হাজার টাকা অতিরিক্ত লাভ পেয়েছেন কৃষকরা। আমন মৌসুমে অন্যান্য হাইব্রীড জাতের ধানের সর্বোচ্চ গড় ফলন যেখানে ৪৫ থেকে ৫০ মণ পাওয়া যায়, সেখানে এবার নকলা উপজেলার চরবসন্তি গ্রামে অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রীড ধান কেটে ১৪ শতাংশ আর্দ্রতায় শুকনা অবস্থায় গড় ফলন পাওয়া গেছে একর প্রতি ৬৮ মণ। বাজারে বর্তমানে আমান ধান বিক্রী হচ্ছে প্রতিমণ ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকা দরে। সেই হিসেবে অন্যান্য জাতের তুলনায় অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রীড ধান আবাদ করে কৃষকের একর প্রতি অতিরিক্ত নিট লাভ থাকছে ২০ হাজার টাকা। আমন ধানের ভালো ফলন এবং ভালো দাম পেয়ে দারুণ খুশি কৃষকরা। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, কৃষি কর্মকর্তা এবং কৃষকদের উপস্থিতিতে গত ১৬ নবেম্বর নকলার চরবসন্তি গ্রামে অ্যারাইজ এজেড ৭০০৬ হাইব্রীড ধানের এক নমুনা শস্যকর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ মো. বুরহান এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে এলাকার অর্ধশতাধিক কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by