খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ৮:১৬:২০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

শারজাহর ফ্রেশ উইকেটে টস গুরুত্বপূর্ণ ছিল। ওই টস পক্ষে এসেছে বাংলাদেশের। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

শুরুতে ব্যাটিং করার ব্যাপারে অধিনায়ক সাকিব বলেছেন, আমরা শুরুতে ব্যাটিং করবো, এটা আফগানদের জন্য কঠিন হবে। আমরা তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছি। বোলিংটা এখান থেকেই কভার হয়ে যাবে। ওরা শক্ত প্রতিপক্ষ, আমরাও দেখানোর চেষ্টা করবো কী করতে পারি।

আফগান অধিনায়ক মোহাম্মদ নবী জানিয়েছেন, প্রথম ম্যাচে তারা ভালো খেলেছেন। বাংলাদেশের বিপক্ষেও তারা ওই ধারা ধরে রেখে খেলতে চান। উইকেট কিছুটা স্লো হবে, বাংলাদেশকে কম রানে আটকানোর প্রত্যাশা তাদের।

পিচ রিপোর্টে বলা হয়েছে, টস জিতে ব্যাটিং নিয়ে সাকিব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। উইকেট ব্যাটিং সহায়ক। ভালো খেলতে পারলে এই উইকেটে ২০০ রান হওয়া সম্ভব বলে জানানো হয়েছে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতুল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমারজাই, নাবিন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি।

আরও খবর

Sponsered content

Powered by