খেলাধুলা

পেসার না স্পিনার, এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ

  প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ৭:৩৯:৩৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ডারবান টেস্টে ৩ পেসারের সঙ্গে একজন স্পিনার খেলিয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে সমালোচিত হতে হয়েছে ঢের। যেখানে খোদ দক্ষিণ আফ্রিকা শক্তিশালী পেস ইউনিট থাকলেও ২ স্পিনারের পথে হাঁটে, সেখানে বাংলাদেশ দলে কেন একজন স্পিনার? পরবর্তীতে স্বাগতিক স্পিনারদের কাছেই টেস্ট হেরে বসে অধিনায়ক মুমিনুল হকের দল। এবার তো দ্বিতীয় টেস্টে তাসকিন আহমেদ আর শরিফুল ইসলামকে পাচ্ছে না। সেক্ষেত্রে কোন পথে হাঁটবে সফরকারীরা?

আগামীকাল শুক্রবার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি মুমিনুল। চোট কাটিয়ে ওপেনার তামিম ইকবাল ফেরায় একাদশ সাজাতে হিমশিত খেতে হচ্ছে। ২ স্পিনার, ২ পেসার নাকি ৩ পেসার আর ১ স্পিনার খেলাবে টাইগাররা? সিদ্ধান্তহীনতায় ভোগা মুমিনুল জানালেন, উইকেট দেখে চূড়ান্ত হবে ম্যাচের দিন সকালে।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুলের ব্যাখ্যা, ‘আপনারা যে একটা পেস বোলার অথবা একটা স্পিনারের কথা বলছেন, আমরা আসলে কালকে একটু ওভারকাস্টে গিয়ে উইকেটটা হয়তো কালকে পর্যন্ত না দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না কি হবে।’

সঙ্গে যোগ করেন মুমিনুল, ‘দেখেন উইকেটটা যতটুক দেখলাম, উইকেটটা হয়তো আপনার একটু ড্রাই আছে, আমার কাছে যতটুকু মনে হয়। আগের ইতিহাস কি হয়েছিল না হয়েছিল এগুলো নিয়ে ভাবাটা খুবই কঠিন। কারণ হয়তো এখানে আপনার ভিন্নও হতে পারে। এখন উইকেটটা কালকে সকালে আমরা আরেকবার দেখলে হয়তোবা সিদ্ধান্ত নিতে পারবো আসলে একটা স্পিনার বেশি খেলব নাকি একটা পেস বোলার বেশি খেলবে।’

এদিকে এই টেস্ট দিয়ে টানা ৬ ম্যাচ পর বাংলাদেশ দলের সাদা জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় তামিম। যদিও আগের ম্যাচেই খেলার কথা ছিল তার। কিন্তু ম্যাচের দিন সকালে পেটে ব্যথা হওয়ায় খেলতে পারেননি।

মুমিনুল বলেন, ‘তামিম ভাইয়ের কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী, ইনশাল্লাহ উনি খেলবেন।’

Powered by