রাজধানী

টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার

  প্রতিনিধি ২৮ জুন ২০২১ , ৮:২৯:০৪ প্রিন্ট সংস্করণ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। ফাইল ছবি

বিশ্বব্যাপী টিকা নিয়ে যে রাজনীতি চলছে, বাংলাদেশও সেই রাজনীতির শিকার। তবে টিকা আনার ক্ষেত্রে সরকারের উদ্যোগ প্রশংসনীয়।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস-২০২০’ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

৮০ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনার লক্ষ্য আছে জানিয়ে খুরশীদ আলম বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে বড় অংকের টিকা আসবে। এতে করে দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশকে সুরক্ষিত করা সম্ভব হবে।

তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় গ্রাম পর্যায়ে ভ্যাক্সিনেশন করতে চাই। পাশাপাশি যেসব শ্রমিকরা বিদেশে যাবেন তাঁদের টিকায় অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাঁদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে বলছেন।

এখন পর্যন্ত করোনায় যত মানুষ মারা গেছে, তার তিনগুণ মানুষ প্রতিবছর যারা যায় যক্ষ্মায়। এছাড়া যক্ষ্মা রোগীদের এক শতাংশ এইচআইভি/এইডসে আক্রান্ত বলেও জানান তিনি।