বাংলাদেশ

ছাত্রলীগের ১৪ জনের বিরুদ্ধে ছাত্র অধিকার সভাপতির মামলার আবেদন

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৬:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

ছাত্র অধিকার পরিষদ আয়োজিত আবরার ফাহাদ স্বরণসভায় হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। ফাইল ছবি

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা বাদী হয়ে গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় ছাত্রলীগের ১৪ নেতার নামসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের নামে মামলার আবেদন করেছেন। ২৮ নম্বর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন বিন ইয়ামীন মোল্লা।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন বাদীর কাছ থেকে পুরো ঘটনা শোনেন এবং পরবর্তীতে নথি পর্যালোচনায় আদেশ দেবেন মর্মে মামলার আবেদনটি রাখেন। এতে বলা হয়েছে, ‘গত ৭ অক্টোবর আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।’

বাদীপক্ষে ছিলেন আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এরশাদ সিদ্দিকী। এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, রানা পাটোয়ারী, আব্দুল মজিদ প্রমুখ।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ‘আমরা আশা করি, ন্যায়বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত আবেদনটি মামলা হিসেবে নেবেন এবং একই সাথে উক্ত ঘটনা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্বে দেবেন।’

আরও খবর

Sponsered content

Powered by