খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২১ , ৩:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে নেই খুব বেশি চমক। ১৫ সদস্যের দলে জায়গা হয়নি শোয়েব মালিকের। তবে দলে আছেন আরেক অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ।

মালিককে অবশ্য দলে চেয়েছিলেন অধিনায়ক বাবর আজম, কিন্তু আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা রাখতে যাওয়া মালিককে দলে রাখেনি ক্রিকেট বোর্ড; দলে নেই অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজও। একই দল ঘরের মাঠে এ মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ও পরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে।

চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়েছে ২৩ বছর বয়সী আজম খানের; অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন ফখর জামান। আসিফ আলি ও খুশদিল শাহ ফিরেছেন দলে। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল।

বিশ্বকাপে পাকিস্তান দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

আরও খবর

Sponsered content

Powered by