রংপুর

ঠাকুরগাঁওয়ে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২১ , ৬:০৭:২৯ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাস মোকাবেলায় সদর হাসপাতালে ৫টি বড় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ-কানেকটিং পিপলের জেলা শাখার আয়োজনে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল, সংগঠনের জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী সাকিব মাহমুদ রিচি প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান, আসাদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সংগঠনের সদস্য নাহিন, রাতুল, প্রান্ত, শিহাব, সেজান, অঙ্কুর, সৌধ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content