রংপুর

ঠাকুরগাঁওয়ে নতুন করে ২ জন করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ৯ জুলাই ২০২০ , ৭:১১:৪৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত ২ জনের রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৯ জনে দাঁড়ালো।
তিনি জানান, দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফলাফল অনুযায়ী গত ২৪ ঘন্টায় সদর উপজেলার ১ জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৩৯ জনে। এদের মধ্যে ১৭৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। এ যাবত জেলায় মোট ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

আরও খবর

Sponsered content