রংপুর

ঠাকুরগাঁও পৌরসভার নগর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২০ , ৫:১৮:২৮ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অওতায় ঠাকুরগাঁও পৌরসভার সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। বুধবার পৌরশহরের ঘোষপাড়ার বদিউলের মোড় থেকে সেনুয়া বাজার পর্যন্ত ৬শ ৫০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়। এ কাজের ব্যায় ধারা হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা। নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, পৌর সচিব রাশেদুজ্জামান, পৌর কাউন্সিলর নজরুল ইসলাম ও নাজিরা আক্তার স্বপ্না ও ঠিকাদার মুরাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। গর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অন্যান্য রাস্তা গুলি হলো, আর্ট গ্যালারি হতে শাহাপাড়া ব্রীজ পর্যন্ত প্রায় ১২শ ৫০ মিটার, মুন্সিপাড়া মসজিদ হতে আশ্রমপাড়া শিশু পার্ক পর্যন্ত ৭শ ১৫ মিটার, বঙ্গবন্ধু সড়ক হতে টিএন্ডটি হয়ে হ্যাডস এর মোড় পর্যন্ত ৩শ মিটার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে বসিরপাড়া খাজা নার্সারী পর্যন্ত ৩শ ৫০ মিটার রাস্তা।