রংপুর

দিনাজপুরে সুদমুক্ত ঋণ প্রদান

  প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৭:০০:১৬ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি : মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের দিঘন সিআইজি সমবায় অফিস সদর, দিনাজপুর প্রাঙ্গণে এশিয়ান প্যাসিফিক ফার্মার্স প্রোগ্রাম (এপিএফপি) প্রকল্পের আওতায় দিঘন সিআইজি (ফসল) সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় সুগন্ধি ধান উৎপাদনে দিঘন সমবায় সদস্যদের মধ্যে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. নুর হাসান। দিঘন সিআইজি (ফসল) সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম, দিঘন এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি শংকর রায় ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলী আকবর, দিঘন সিআইজি (ফসল) সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. লাফিজুর রহমান ও ফরিদুল ইসলাম।

Powered by