দেশজুড়ে

ডাহিয়া খাল দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:২৫:১৬ প্রিন্ট সংস্করণ

ডাহিয়া খাল দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন

নাটোরের সিংড়ায় বিএডিসির ৭ কিলোমিটার খাল দখল মুক্ত করতে গিয়ে উপজেলা নির্বাহী ও মৎস্য কর্মকর্তা বাধার মুখে পড়েছেন। বাধা দেয়ায় ৪ জনকে গ্রেফতার করে পরে খাল দখল মুক্ত করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন দখলকৃত খালের স্থানে গেলে দখলদাররা লাঠি নিয়ে নিয়ে বাধা দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে গ্রেফতার করে দখল হওয়া ৭ কিলোমিটার খাল দখল মুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন, মসজিদের নামে খালগুলো অবৈধভাবে লিজ দেয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, খাল উদ্ধার করতে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন তারা। সরকারি কাজে বাধা ও খাল দখলের অভিযোগে সিংড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content

Powered by