ঢাকা

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৪ , ৪:৩৭:৫৬ প্রিন্ট সংস্করণ

ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ডেমরা সারুলিয়া বক্সনগরে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আলম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৭  জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আলম পিরোজপুরের মঠবাড়িয়া থানার জলডাঙ্গা গ্রামের মৃত আজিজ তালুকদারের ছেলে। তিনি রাজধানীর ডেমরা এলাকায় ভাড়া থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ভবন মালিক সেলিম পাটোয়ারী জানান, আমার নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ময়লা পরিষ্কার করার জন্য বাজার থেকে লেবার হিসেবে আলমকে নিয়ে আসি। কাজ করার সময় একটি জানালা পরিষ্কার করতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় আলম। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আলম আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

আরও খবর

Sponsered content