বাংলাদেশ

হারিয়ে যাওয়া ১২ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ট্যুরিস্ট পুলিশ

  প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৭:১৮:৩১ প্রিন্ট সংস্করণ

হারিয়ে যাওয়া ১২ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল ট্যুরিস্ট পুলিশ

গত আগস্ট মাসে দেশের বিভিন্ন পর্যটন এলাকায় বেড়াতে গিয়ে হারিয়ে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। প্রতিটি শিশু উদ্ধারে পর অতিদ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে ফিরিয়ে দেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। তাদের মধ্যে সাতটি মেয়েশিশু এবং পাঁচটি ছেলেশিশু। তাদের বয়স তিন থেকে আট বছরের মধ্যে। উদ্ধারকৃতদের মধ্যে একটি প্রতিবন্ধী শিশুও রয়েছে।

আজ বুধবার ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া উইং) নাদিয়া ফারজানা।

নাদিয়া ফারজানা বলেন, সদ্যঃসমাপ্ত আগস্ট মাসে কক্সবাজার, চট্টগ্রাম, বাগেরহাট, চাঁদপুরসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকা থেকে ১২ জন হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া এ সময়ে পৃথক দুই পর্যটকের দুটি মোবাইল ফোনসেট এবং একজন পর্যটকের একটি ক্যামেরা উদ্ধার করে দেওয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, দেশের ১০৪টি পর্যটন স্পটে দেশি-বিদেশি পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা ও তথ্যসেবা প্রদান করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।

আরও খবর

Sponsered content

Powered by