শিক্ষা

বিএনসিসির নোবিপ্রবি প্লাটুনের সিইউও সাব্বির

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২২ , ৬:৫১:১১ প্রিন্ট সংস্করণ

নোবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) এর সর্বোচ্চ পদ সিইউও পদে পদান্নিত হলেন ক্যাডেট সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন (সাব্বির)। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন (সেনা শাখা) এর নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

সোমবার(২৫ জুলাই) ময়নামতি রেজিমেন্টে সিইউও ব্যাজ পরিধান করিয়ে তাকে উক্ত পদে পদান্নিত করেন রেজিমেন্ট অ্যাডজুডেন্ট মেজর মোহাম্মদ সোলাইমান তালুকদার এবং রেজিমেন্ট কমান্ডার লে: কর্নেল মোঃ কামরুল ইসলাম,পিএসসি।

নোবিপ্রবি বিএনসিসির নতুন সিইউও আব্দুল্লাহ আল মামুন সাব্বির বলেন- ” আমি বিএনসিসির সর্বোচ্চ পদ পাওয়ার মাধ্যমে দায়িত্বের ভার আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেল। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমার বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় এই বিএনসিসির মুখ আরো উজ্জ্বল করতে। ভবিষ্যতে এই সংগঠনের দ্বারা শুধু আমার ক্যাম্পাস বা প্রতিষ্ঠান নয় আমি আমার পুরো দেশের সকল মানুষের কাছে এর সেবা,শ্রম এবং সুবিধাসমূহ পৌঁছে দেবো।”

উল্লেখ্য, আবদুল্লাহ আল মামুন নোবিপ্রবির বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আরও খবর

Sponsered content

Powered by