দেশজুড়ে

ঢাবিতে,অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সমাবেশে হামলা

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২২ , ৭:৫১:২১ প্রিন্ট সংস্করণ

আব্দুর রউফ ঢাবি প্রতিনিধি:

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজে ২৬১৬০টি আসন পুনর্বহাল রেখে এবং শূন্য আসন পর্যন্ত ধারাবাহিকভাবে মেরিট প্রকাশ করার দাবিকে সামনে রেখে,আজ বুধবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে বেশ কিছু শিক্ষার্থী রাজু ভাস্কর্যের কিছু সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
তাদের লক্ষ্য ছিলো,তারা তাদের দাবীসমূহ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা তথা শিক্ষকদের কাছে তুলে ধরবেন,কিন্তু পরপর দুই দিন সে চেষ্টা করে ব্যার্থ হওয়ায় আজ তারা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করেন।এসময় বিক্ষোভকারীদের উপর ন্যাক্কারজনক এবং নির্মমভাবে গায়ে হাত তোলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রক্টোরিয়াল টিমের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে বিক্ষোভকারীদের একজন বলেন,সারাদেশে যে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়ে গেছে,সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত হতে পারে নি;তার প্রমাণ আজকে আমাদের উপর এই আক্রমণ।
তাদের যৌক্তিক আন্দোলনে বাধা দেয়া এবং তাদের দাবী-দাওয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য তারা তীব্র নিন্দা প্রকাশ করেছেন;সেইসাথে তাদের শিক্ষা অধিকার ফিরিয়ে দেবার জন্য তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

আরও খবর

Sponsered content

Powered by