দেশজুড়ে

ইজিবাইক ও সিএনজি চালকদের মাঝে সাহায্য প্রদান

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৭:৫৪:০২ প্রিন্ট সংস্করণ

করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ইজিবাইক চালক ও সিএনজি চালকদের মাঝে নকলা উপজেলায় সাহায্য প্রদান। 
১৫ এপ্রিল বুধবার নকলা উত্তর বাজার শতাধিক ইজিবাইক ও সিএনজি চালকদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করেন স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। জানা যায়, নকলা বাজারের ব্যবসায়ীবৃন্দদের আর্থিক অনুদানে এ সাহায্য প্রধান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল, মির্জা শাহজাহান, ওষুধ ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ মহিউদ্দিন সেলিম, যুবলীগ আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি। 

নকলায় কর্মহীন মানুষদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল বিতরণ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং জনসচেতনতার পাশাপাশি অসহায় কর্মহীন মানুষদের মাঝে সরকারী ১০ টাকা মুল্যের ৩০ কেজি হারে চাল/খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান জানান, শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়নে ১৮জন খাদ্য বান্ধব ডিলারের মাধ্যমে ১০ টাকা প্রতি কেজির মুল্য ধরে প্রতি পরিবারকে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়। এতে নকলা উপজেলার ৯ হাজার ৮শত ৬৮ পরিবারকে কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান জানান, সপ্তাহে রবি সোম ও বুধবার প্রত্যেক ইউনিয়নের ট্যাগ অফিসারের মাধ্যমে বিতরণ করা হয়। নকলা উপজেলার খাদ্য বিভাগের এ বিতরণ কার্যক্রমে কোথাও কোন অনিয়মের সংবাদ পাওয়া যায় নি। ১৫ এপ্রিল বুধবার সরেজমিনে গণপদ্দী কৈয়ার বাজার খাদ্য বান্ধব ডিলার শহিদুল ইসলামের দোকানে গিয়ে দেখা গেল সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাড়িয়ে চাল গ্রহণ করছেন কার্ড ধারীরা। ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি

আরও খবর

Sponsered content

Powered by