দেশজুড়ে

তজুমদ্দিনের মেঘনায় বিলীন চৌপল্লী হরিমন্দির স্থানান্তরিত

  প্রতিনিধি ২৮ জুন ২০২০ , ৪:৪৭:০৩ প্রিন্ট সংস্করণ

তজুমদ্দিনের মেঘনায় বিলীন চৌপল্লী হরিমন্দির স্থানান্তরিত

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি : তজুমদ্দিনের মেঘনা নদী তীরবর্তী চৌপল্লী হরিমন্দিরটি কয়েকমাস পূর্বেই বিলীন হয়ে যায় নদীগর্ভে। মন্দির কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে অবিলম্বে স্থানান্তরের প্রয়োজন হলে ঘোষবাড়ি থেকে সেটিকে সরিয়ে শায়েস্তাকান্দি পলপান বাড়িতে স্থানান্তর করা হয়।

প্রধান শিক্ষক শ্রী মরন চন্দ্র দাসের উদ্যোগে মন্দিরটি পুনঃনির্মাণের জন্য ৯-০৬-২০২০ ইং তারিখে জমি দান করেন ভক্তরা। সদ্য স্থানান্তরিত মন্দিরটির অবকাঠামোর অভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন ব্যহত হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। নতুন করে আসবাবপত্র ও অবকাঠামো নির্মাণের জন্য দেশ ও বিদেশে অবস্থানরত ভক্তদের কাছে আকুল আবেদন জানিয়েছেন মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র মজুমদার।

সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র বলেন, আমরা ভোলা ৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নিকট সাহায্যের আবেদন জানাই। সাহায্য পাঠানোর জন্য ০১৭১৪২৭৮৮৯১নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by