চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৩ , ৭:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১৯ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ-১ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম খুরশিদা বেগম (২৭)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯ এর বাসিন্দা লিয়াকত আলীর স্ত্রী। লিয়াকত আলী (২৯) একই ক্যাম্পের আবু সৈয়দের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, উখিয়া এফডিএমএন ক্যাম্প-৯ এর এইচ-১ ব্লকের লিয়াকত আলী নিজের ঘরে স্ত্রী খুরশিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা খুরশিদা বেগমকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে লিয়াকত পলাতক।

আরও খবর

Sponsered content

Powered by