বাংলাদেশ

তলেতলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন: কাদের

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৩:৫১:২৫ প্রিন্ট সংস্করণ

তলেতলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তলেতলে আসলেই অনেক কিছু হচ্ছে বলে যা বলেছি, তা ভুল বলিনি। তলেতলে আপস মানে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বা সম্পর্ক ভালো আছে, সেটা বোঝাতে চেয়েছি।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা যে সেলফি তুলেছেন, তখনো তো কিছু কথা হয়েছে। সেটা তো এখন বলাবলি হচ্ছে। তখনো তো কিছু কথা হয়েছে। এটা তো আর প্রকাশ্যে হয়নি। এটা কোনো কাগজেও আসেনি, মিডিয়ায়ও আসেনি।’

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আমিনবাজারের এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘তলেতলে আপস হয়ে গেছে। আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। যথাসময়ে নির্বাচন হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘আওয়ামী লীগ নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতির পরোয়া করে না, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবেই হবে। নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, এটা সঠিক সময় অনুষ্ঠিত হবে। বিএনপি কোনো কারণে ফাউল করলে লাল কার্ড। তারা আন্দোলনের হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।’ 

আরও খবর

Sponsered content

Powered by