প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৬:৪৩:০৩ প্রিন্ট সংস্করণ
মানুষের পুষ্টি ও আমিষের যোগান বৃদ্ধির লক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তুলশীগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পাঁচবিবির মৎস্য চাষি ফোরাম সংগঠনের আয়োজনে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষাধিক মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। কলেজ শিক্ষক ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিনের অর্থায়নে গত রবিবার সন্ধ্যা ৬টায় সময় উপজেলার বহরমপুর ব্রিজ এলাকায় তুলশীগঙ্গা নদীতে এসব মাছের পোনাগুলো ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন এ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পাঁচবিবি উপজেলা মৎস্য কর্মকর্তা নূর-নবী, কলেজ শিক্ষক শাহিন চৌধুরী ও স্থানীয় বন্ধন এনজিওর প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব চৌধুরী প্রমুখ।