রাজশাহী

তৃপ্তি জর্দার নকল প্রস্তুতকারীকে ধরিয়ে দিতে পুরষ্কার ঘোষণা

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২০ , ৪:৫৯:০৩ প্রিন্ট সংস্করণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সকল তৃপ্তি জর্দা প্রস্তুতকারী ব্যক্তিকে ছবি,নাম ও ঠিকানাসহ ধরিয়ে দিলে তাকে ১ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তৃপ্তি জর্দা ফ্যাক্টরী কোম্পনির সত্বাধীকারী মো. জাহাঙ্গীর হোসেন শামীম। তৃপ্তি জর্দার নকল প্রতিরোধে গত সোমবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের ফ্যাক্টরি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ও মীর হাজীরবাগ এলাকার কিছু অসাধু ব্যবসায়ী তার সনামধন্য মেসার্স তৃপ্তি জর্দা ফ্যাক্টরীর পণ্য গোলাপি জর্দার ডিজাইন ট্রেডমার্ক নাম ও ঠিকানা হুবহু নকল করে ঢাকা ও চট্টোগ্রামের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বাজারজাত করে আমার কোম্পানির সুনাম নষ্ট করছে। এ ছাড়া ওই অপরাধী ও জালিয়াত চক্র ভ্যাট ও সম্পূরক রাজস্ব ফাঁকি দিয়ে ভোক্তা অধিকার ক্ষুন্ন করছে। যা শাস্তি যোগ্য অপরাধ। ফলে এই নকল প্রতিরোধে আমি গত ১৯ অক্টোবর যাত্রাবাড়ি থানায় একটি জিডি করেছি। জিডি নং ১৩০৬। কিন্তু তার পরেও ওই জালিয়াত চক্র নকল জর্দা প্রস্তুত করা থেকে বিরত থাকছে না। এ জন্য সকল তৃপ্তি জর্দা প্রস্তুতকারী ব্যক্তিকে ছবি,নাম ও ঠিকানা সহ ধরিয়ে দিলে তাকে ১ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছি।

আরও খবর

Sponsered content