প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২০ , ৫:১৬:১৯ প্রিন্ট সংস্করণ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় করেছেন মডেল থানার নবাগত ওসি আবু ছায়েম মিয়া।
বৃহস্পতিবার মডেল থানায় সাংবাদিকদের সঙ্গে এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সাংবাদিকদের মধ্যে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাব আলী,আবু তাহের আনসারী, জাবেদুর রহমান জাবেদ, এস কে দোয়েল, আতিকুজ্জামান শাকিল এবং বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাবিব, মোবারক হোসাইন, দেলোয়ার হোসেন নয়ন, রবিউল ইসলাম রতন, তরিকুল ইসলাম, জুলহাস উদ্দিনসহ অনেকে।