ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে ২০২০ বাস্তবায়ন করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ ময়মনসিংহের ত্রিশালে (সাবেক দরিরামপুর হাই স্কুল) ত্রিশাল সরকারি নজরুল একাডেমীতে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর আহবানে সারা দিয়ে সারা দেশের ন্যায় ২৯ জুন সোমবার সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী স্কুল মাঠে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ,উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ত্রিশাল সরকারি নজরুল একাডেমী’র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক কামরুল হাসান, সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, আবু রায়হান প্রমূখ।