চট্টগ্রাম

বাঁশখালীতে কৃষক হত্যা মামলায় গ্রেপ্তার ২

  প্রতিনিধি ৯ মে ২০২৩ , ৮:২৯:৩২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র‌্যাবের সোর্স সন্দেহ ও পূর্ব শক্রতার জের ধরে হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া (৪২) নামের এক কৃষককে এলোপাথারি কুপিয়ে হত্যাকান্ড মামলার ৪ ও ১২ নম্বর আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। মঙ্গলবার (৯ মে) ভোরে সরল এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই আসামীদ্বয়কে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) সরল ইউপির হাজীরখীল এলাকার মৃত আবুল হোসেন প্রকাশ মুন্সির ছেলে। অপরজন একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার (২৮)।

পুলিশ জানায়, সরল ইউনিয়নে হাজীরখীল এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শক্রতার জের ধরে খুনের ঘটনা ঘটে। ইউপি সদস্য জাফরের ছেলে মোর্শেদের সাথে হামিদ উল্লাহর মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ ছিল। এছাড়াও জায়গা দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকার কথা শোনা যায়। এ নিয়ে গত সোমবার ভোররাতে খুনের ঘটনাটি ঘটে। নিহত হামিদ উল্লাহর বাড়ি ঘেরাও করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ঘুম থেকে ডেকে তুলে খুনের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। পূর্বেও জোড়া খুনের ঘটনাও ঘটেছিল ওই এলাকায়।

এ ঘটনায় নিহত হামিদ উল্লার স্ত্রী মর্তুজা বেগম বাদী হয়ে এজহার নামীয় ১৩ জনসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। হামিদ উল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, সরল এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হামিদ উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) ও আনোয়ার (২৮)কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by