দেশজুড়ে

দাদার ধর্ষণচেষ্টায় নাতির বাধা, রক্ষা পেলো শিশু

  প্রতিনিধি ২২ জুন ২০২৪ , ৫:৫৪:৪৫ প্রিন্ট সংস্করণ

দাদার ধর্ষণচেষ্টায় নাতির বাধা, রক্ষা পেলো শিশু

রাজশাহীতে ব্রয়লার মুরগির খাবার কিনতে আসা এক শিশুকে কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি মহসিন আলী (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পবা উপজেলার দামকুড়া থানা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহসিন আলীর দোকানে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ব্রয়লার মুরগির জন্য খাবার কিনতে পাঠান শিশুর মা। শিশুটি দোকানে গেলে মহসিন কৌশলে তাকে ফাঁকা বাসায় ডেকে নিয়ে যায়। এরপর শরীরের স্পর্শকাতর হাত দিতে শুরু করে। এ সময় মহসিনের নাতি ঘটনাস্থলে এসে শিশুটিকে রক্ষা করে। ঘটনার পর শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। এরপর ভুক্তভোগী পরিবার দামকুড়া থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল বাশার বলেন, ‘শিশুটির স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছিল ওই ব্যক্তি। এ ঘটনায় যৌন নির্যাতনের মামলা করা হয়েছে। তবে ওই বৃদ্ধের নাতি ঘটনাস্থলে না আসলে ধর্ষণের ঘটনা ঘটতে পারতো। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আরও খবর

Sponsered content