চট্টগ্রাম

দিদারকে সভাপতি, জহুরকে সেক্রেটারী করে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের কমিটি ঘোষণা

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২২ , ৮:২৪:১৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

দীর্ঘ ১২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে কর্ণফুলীর দিদারুল ইসলামকে সভাপতি এবং বোয়ালখালীর পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী তিন বছর তাদের মেয়াদকাল।

১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে আগামী তিন বছরের জন্য। উক্ত কমিটির শূন্য পদগুলো আগামী ৬০ কর্মদিবসের মাধ্যমে পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content