রংপুর

দিনাজপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৬:০৬:১৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে ডাকাত দলের৫ সদস্য গ্রেফতার

দিনাজপুরে একটি কনস্ট্রাকশন ফার্মে ডাকাতির ঘটনায় সক্রিয় আন্তঃ জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চুনিয়া পাড়ায় রিপো কনস্ট্রাকশন ফার্মে এ ঘটনাটি ঘটে। ডাকাতির ১২ঘন্টার মধ্যে ডাকাত দলের ৫ সদস্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুন্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের দেয়া এক প্রেসবিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার নাজমুল হাসান জানান, দিনাজপুর সদরের শশরা ইউনিয়নে ১২থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ীর গ্যারেজে প্রবেশ করে তারা নাইট গার্ড সহ ছয় জনকে হাত পা বেঁধে গ্যারেজে মালামাল নিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন পুলিশসহ অভিযান চালিয়ে মালামাল উদ্ধার ও ৫ ডাকাতকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলা উপজেলায় ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য দিনাজপুর সদরের শশরা ইউনিয়নে মেসার্স আবির মটরস গাড়ীর গ্যারেজে ডাকাতরা ২০টি ব্যাটারি,নগদ ৩লাখ ৫২হাজার টাকা,পানির মটর ও ছয়টি মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায় ।

এ ঘটনার পরে দিনাজপুর কোতয়ালি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলা নং ৫৫/৫৯৯। আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে একটি খয়েরি রংয়ের টাইটানিক পুরাতন বাটন মোবাইল, ১৮টি ১২ভোল্টের ট্রাকের ব্যাটারী ,একটি পাগলু থ্রি হুইলার গাড়ী ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content