দেশজুড়ে

ধর্ষকদের বিচার দাবিতে বাগেরহাটে মহিলাদলের মানববন্ধন

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৬:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ

ধর্ষকদের বিচার দাবিতে বাগেরহাটে মহিলাদলের  মানববন্ধন

মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে জেলা মহিলাদল।

মঙ্গলবার (১১মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে জেলা মহিলা দলের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের সভাপতি মো. কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা।

এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি এম এ সালাম ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, মাগুরাসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাই অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান তিনি।

আরও খবর

Sponsered content