দেশজুড়ে

রাউজানের বিভিন্ন স্থানে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৫০:১৭ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মহামারী করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে, রাউজানের সাংসদ এ.বি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী এর ব্যবস্হাপনায় উপজেলার হলদিয়া ইউনিয়ন, চিকদাইর ইউনিয়ন ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের জনগণের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের এয়াছিন শাহ স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, বিভিন্ন প্রকার সব্জি প্রদান করেন। এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজসহ ইউনিয়ন আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হলদিয়ায় এান বিতরণ শেষে সাংসদ ফজলে করিম চৌধুরী চিকদাইর ইউনিয়ন পরিষদ পার্শ্বস্থ মাঠে দুই শতাধিক দুস্থ পরিবার ও ৬০ জন ইমাম মুয়াজ্জিনের হাতে ত্রাণ ও উপহার সামগ্রী তুলে দেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দির পারভেজ, উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, হলদিয়ার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, আ.লীগ নেতা আলমগীর কবিরসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেখান থেকে সাংসদ ফজলে করিম চৌধুরী রাউজান পৌরসভার ৬ নং ওয়ার্ডের চার শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ ও উপহার সামগ্রী তুলে দেন। রাউজান মুন্সিরঘাটায় সূর্যসেন চত্বরে ত্রাণ বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর সমীর দাশ গুপ্ত। অনুষ্টানে উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দির পারভেজ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by