প্রতিনিধি ৪ আগস্ট ২০২৪ , ৩:০২:১৯ প্রিন্ট সংস্করণ
রাজধানীর ধানমন্ডির ঝিগাতলা এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও আওয়ামী অবস্থান নেয় পিলখানা বিজিবি গেট এলাকায়৷ আন্দোলনকারীরা অবস্থান নেয় ধানমন্ডি পপুলার হাসপাতাল পার হয়ে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। সেখানে সংঘর্ষের মাঝখানে পড়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক সাংবাদিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এলাকা থেকে একটি মিছিল আসতে শুরু করে সাইন্সল্যাবের উদ্দেশে। এই সময় সাইন্সল্যাবে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা পপুলার হাসপাতাল পার হয়ে এসে মিছিলটিকে ধাওয়া দেয়। প্রথমে পিছু হটে মিছিলটি। এর পরে শুরু হয় সংঘর্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আন্দোলনকারীদের লক্ষ করে দুপুর ১টা পর্যন্ত অন্তত ১০-১৫টি সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ, ছোড়ে টিয়ার গ্যাস ও ছড়রা গুলি। সংঘর্ষে আন্দোলনকারীদের অন্তত পাঁচ জনকে আহত অবস্থায় রিকশায় করে চিকিৎসার জন্য নিতে দেখা গেছে। এদের মধ্যে একজনের গলায় ছররা গুলির চিহ্ন দেখা গেছে।
এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী, তৃরান ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।