রাজশাহী

ধামইরহাটে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২২ , ৮:১৪:৩২ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলার ৮টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রইণালয়ের অর্থায়নে ২২ জানুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ৮টি ইউনিয়নে ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ১টি করে বাই সাইকেল বিতরণ করেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এম.পি।

ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, এ্যাসিলেন্ড সিব্বির আহমেদ, সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, নব-নির্বাচিত উমার ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, প্রশাসনিক কর্মকর্তা তরুন চন্দ্র কবিরাজ, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আনজুয়ারা বেগম, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, একরামুল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক প্রভাষক শামীম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by