রাজশাহী

ধামইরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২২ , ৭:২৫:২১ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে দৃশ্যমান করনীয় বিষয়ে আলোকপাত করেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র আঞ্চলিক ডেপুটি ম্যানেজার শরিফুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান,সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ল্ডভিশনের ম্যানেজার বিমল কুমার রুরাম, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, সংস্থার সেলপ অফিসার পিয়ারা খাতুন, প্রোগ্রাম সহকারী রোকসানা পারভীন, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান,নারী ফোরাম সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি মজিবর রহমান কাজী, ইউপি সদস্য হামিদুল ইসলাম, মৌলভী আবু সুফিয়ান, পুরোহিত ঠাকুর প্রশান্ত কুমার প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by