দেশজুড়ে

বাবুরহাটে কাপড়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ৪:০৬:৩৫ প্রিন্ট সংস্করণ

বাবুরহাটে কাপড়ের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড।

দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার বাবুরহাটের (শেখেরচর) উত্তর পাশের প্রধান গলির নিলুফা ফেব্রিক্সে এ আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী ও দোকান মালিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে হাটের উত্তর পাশের খালপাড়ের প্রধান গলির নিলুফা ফেব্রিক্সে আগুন লাগে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। কাপড়ের দোকান হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন উপজেলার আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

৮টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে বিষয়টি বলতে পারেনি কেউ। 

পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, মাধবদী, নরসিংদী সদর, পলাশ ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কয়টি দোকান পুড়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে তা বলা যাচ্ছে না বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by