দেশজুড়ে

ধোবাউড়ায় যৌতুকের টাকা দিতে না পারায় বাড়িছাড়া গৃহবধু

  প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২০ , ৩:৪৯:৪০ প্রিন্ট সংস্করণ

প্রতীকী ছবি

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়ায় যেীতুকের জন্য ঘরছাড়া এক গৃহবধু। ২ লক্ষ টাকা যৌতুক না দেওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী। উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘিলাগড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভিকটিম ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, ঘিলাগড়া গ্রামের আবুল কালামের মেয়ে হোসনে আরা খাতুনের প্রায় ৬ বছর আগে একই গ্রামের বাবুল মিয়ার ছেলে আঃ কাইয়ূমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মেয়ের সুখের জন্য বরকে চারটি গরু দেয় গৃহবধুর বাবা। এর কিছুদিন পর থেকে গৃহবধুকে ২ লক্ষ যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী আঃ কাইয়ূম। টাকা দিতে না পারায় গৃহবধু হোসনে আরা খাতুনকে এক পর্যায়ে বাড়ি থেকে বের করে দেয় স্বামী আঃ কাইয়ূম। হোসনে আরা খাতুন অন্তঃসত্তা। প্রায় ১ মাস ধরে পিতার বাড়িতে অবস্থান করলেও কোন খোঁজ নেয়নি স্বামী।

এ ব্যাপারে ভিকটিম ঐ গৃহবধু জানান, আমি দরিদ্র পরিবারের সন্তান, আমার বাবা টাকা দিতে পারেনি তাই আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি এই ঘটনার বিচার দাবি করছি।