রাজশাহী

নওগাঁ সীমান্তে বিজিবির সেলাই মেশিন প্রদান

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ৫:০৬:০৩ প্রিন্ট সংস্করণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় হতদরিদ্র জনসাধারণকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ বিজিবি অধিনস্থ বামনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হতদ্ররিদ মৃত মহির উদ্দিন মোল্লার মেয়ে মোসা. রুমি খাতুনকে সাবলম্বী করার নিমিত্তে ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এক টি সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এটিএম আহসান হাবীব উপস্থিত ছিলেন। এসময় সেলাই মেশিনটি পেয়ে রুমি খাতুন বলেন, তার স্ব-নির্ভরতা ও আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং যার মাধ্যমে তিনি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে সক্ষম হবেন। এ ব্যাপারে তিনি বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content

Powered by