দেশজুড়ে

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৫ , ৪:৪২:১৮ প্রিন্ট সংস্করণ

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী আন্ধারুপাড়ার খলচান্দা এলাকা হতে শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলামে’র দিকনির্দেশনায় নালিতাবাড়ী থানা পুলিশের  অভিযানে ৬৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ ওয়াসিম মিয়া(৩০) নামে একজনকে গ্রেফতার করা হয় ।

রবিবার ০৫ জানুয়ারি মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার আন্ধারুপাড়া এলাকার ইদ্রীস আলী’র পুত্র। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ভারতীয় সীমান্ত দিয়ে একটি মাদকের চোরা চালান আনা হচ্ছে এবং আমরা সেই সংবাদেই সেখানে ফোর্সসহ অবস্থান নিয়ে থাকি। আমাদের দেখে মাদক কারবারি কয়েকজন দৌড়ে পালালেও ওয়াসিম নামের একজনকে আটক করি এবং তারই হেফাজতে থাকা ৬৫০ বোতল ভারতীয় মদ জব্দ করি।

উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক প্রায় ৭ লাখ টাকা। ধৃত মাদক কারবারির নামে নালিতাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার ধৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দও করা হয়। 

আরও খবর

Sponsered content