দেশজুড়ে

‘স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কেউ দুর্নীতি করলে ব্যবস্থা’

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২০ , ৭:২১:০১ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা কর্মচারীরা ও ড্রাইভাররা কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। মঙ্গলবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এলজিইডির অধীনে বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়ন মুলক কাজ পরিদর্শন শেষে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের একথা বলেন। দুর্নীতি বাজ লোকজনের সমাজে স্থান নেই জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়ন মুলক কাজ করার সময় কোন ঠিকাদার যদি দুর্নীতি করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যে কয়েক জন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় তিনি ওই এলাকায় একটি রাস্তার উন্নয়ন মুলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ও সরকারের উন্নয়ন মুলক কাজ ছড়িয়ে দেওয়ার জন্য এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ,ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, ঠিকাদার মিনহাজ উদ্দিন খাঁন,ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by