দেশজুড়ে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনোহরদী উপজেলার সাবেক আহবায়ক গ্রেপ্তার

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৫ , ৭:৫৯:০৯ প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনোহরদী উপজেলার সাবেক আহবায়ক গ্রেপ্তার

নরসিংদীর মনোহরদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সাবেক আহবায়ক ইমন আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নরসিংদী সদর এলাকার ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন আলম মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের রাজবল্লভকান্দী গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি রাতে গোতাশিয়া ইউনিয়নের মুন্সিরবাজারের আসাদুজ্জামানের মার্কেটের ভিতরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে কেক কাটা হয়। বিষয়টি জানতে পেরে মনোহরদী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশরাফুল হাসান রিপন (২০) নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মনোহরদী থানার সহকারী পরিদর্শক (এসআই) নোমান আরেফিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত রবিবার রাতে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে মামলার ৮নম্বর আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইমন আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content