রাজশাহী

নিয়ামতপুরে আমনের ভালো ফলনের সম্ভাবনা

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২১ , ৭:৩৫:৪৯ প্রিন্ট সংস্করণ

শাহজাহান শাজু, নিয়ামতপুর (নওগাঁ) :

আবহাওয়া অনুকূলে থাকায় এবছর আমনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে চোখে পড়ে কেবল সবুজের সমারোহ। নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ২৯ হাজার ৪ শ ৫ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এখন পর্যন্ত আমনের গাছ বেশ ভাল রয়েছে। আমনের গাছ ভাল রাখতে আর ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা দিন রাত সমানতালে পরিশ্রম করে যাচ্ছেন।

কৃষকরা এখন ক্ষেতের আগাছা তোলা, পোকামাকড় দমন করতে স্প্রে করা, জমির পানি দেখাসহ বিভিন্ন কাজে ব্যাস্ত সময় পার করছেন। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর নিয়ামতপুর উপজেলায় প্রায় লক্ষাধিক মেট্রিকটন আমন ধান উৎপাদন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের দম ফেলার সুযোগ নেই। ধান গাছ পরিচর্যা, কীটনাশক স্প্রে করা আর বৃষ্টির পানি জমিতে আটকিয়ে রাখার কাজে সারাক্ষণই ব্যস্ত রয়েছেন কৃষকরা।

 

যেন দ্রুত গতিতে বেড়ে উঠছে আমনের গাছ। মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন গাছের পাতা। আর আনন্দে দুলছে কৃষকদের মন। উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাস্টিয়া গ্রামের কৃষক বদিউজ্জামান জানান, এবারে মাঠের ফসলে তেমন কোন রোগ-বালাই নাই। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে আমনের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তিনি। গত বছরের ন্যায় এ বছর আমন ক্ষেত এখন পর্যন্তু ভাল রয়েছে।বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের রাসেল, সদর ইউনিয়নের পাছড়া গ্রামের সেন্টু, সাংসৈলের হিরা জানান- শুধু নিজেদের নয়, তাদের এলাকার সকল কৃষকদের আমন ক্ষেত এখন পর্যন্ত চোখে পড়ার মতো রয়েছে। আকাশের পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ও আবহাওয়া অনুকুলে থাকায় আর তেমন কোন প্রকার রোগ বালাই না থাকার কারনে এবারে আমন ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

 

একই সাথে আমনের ভাল দাম পেলেই তারা লাভবান হবেন বলে জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, এবারে আমাদের চালের লক্ষমাত্রা ৭৭হাজার ২শ ৫০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে আমনের উৎপাদন লক্ষমাত্রা শতভাগ অর্জিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

 

 

Powered by