প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৫ , ৭:৩০:৫৪ প্রিন্ট সংস্করণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মনজয় পাড়ার ইমন বড়ুয়া হত্যা মামলার আসামী আওয়ামীলীগের দোসর দীপক বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা বিএনপির নামভাঙ্গিয়ে হত্যা মামলা থেকে অব্যাহতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।
রোববার (২৬ জানুয়ারি) সকালে বান্দরবান প্রেসক্লাব কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহত ইমন বডুয়ার বোন পুতুল রানী বড়ুয়া বলেন, ১৯৮৯ সালে জায়গা জমি বিরোধের জেরে আমার বাবাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। একই ভাবে ২০১৯ সালে ঘুমধুম ইউনিয়নের মনজয়পাড়ায় ইমন বড়–য়া কে নির্মমভাবে হত্যা করেন ঘুমধুম ইউনিয়নের আওয়ামীলীগের দোসর দীপক বড়ুয়াসহ তার স্বজনরা। এই ঘটনায় দায়ের করা মামলায় এই পর্যন্ত ১২জন সাক্ষী ভিক্টিমকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার বিষয়ে সুষ্পষ্ট সাক্ষ্য দিয়েছেন। কিন্তু মামলার শেষ পর্যায়ে এসে এই হত্যা মামলাটি রাজনৈতিক মামলা হিসেবে অব্যাহতি পাওয়ার জন্য আসামীরা তদবির শুরু করেছেন।
মূলত হত্যা মামলার প্রধান আসামী দীপক বড়ুয়া দীর্ঘকাল ধরে দলীয়ভাবে ফ্যাসিবাদী আওয়ামীলীগের নেতা হয়েও বর্তমানে নির্লজভাবে মিথ্যার আশ্রয়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমানে আসামীরা আমাদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। যদি কোনভাবে আসামীরা মামলা থেকে অব্যাহতি পেয়ে যায় তাহলে আমাদেরকেও হত্যা করবে আসামীরা। তাই সুষ্ঠু বিচারের মাধ্যমে আসামীদের শাস্তির প্রদানের দাবী জানান ভুক্তভোগী পরিবার।