প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:০১:০২ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের রফিকুল ইসলাম তানজিম ও সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষা বিভাগের আব্দুল্লাহ আল মাহবুব শাফি নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি- তানভীর আহমদ ফাহিম, রিফাত জামিল রিয়াদ, জান্নাতুল সিমিন, ওয়াহিদা পারভীন স্মৃতি, সানজিদা সালমা, সজীব কুমার যাদব, সাদ ইমাদ, অর্ঘ্য সিংহ, ফেরদৌসী পারভীন রানী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন- সাইফুল ইসলাম, সাইফুর রহমান সাইফ, আব্দুল হাফিজ, সুজেল আহমেদ, সমাপন দাস, সুজন রবি দাস। সাংগঠনিক সম্পাদক – মোহাম্মদ জাকিরুর রহমান তুষার, সাইমুল ইসলাম পলাশ, জিল্লুর হুসাইন, মাহিনুল আলম, অনিষা দেবনাথ ঔশী, সামিয়া রহমান। প্রচার সম্পাদক- স্বপন পাল, উপ- প্রচার সম্পাদক-মারজানা আক্তার সামিয়া, অর্থ সম্পাদক আরমান হোসেন হৃদয়, উপ- অর্থ সম্পাদক জেসিয়া ইসলাম ঔশী। দপ্তর সম্পাদক হিসেবে আছেন মাহবুব এলাহী। সংস্কৃতি বিষয়ক সম্পাদক- আজিজুর রহমান, উপ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক-সামিয়া রহমান, ক্রীড়া সম্পাদক- সঞ্জয় নুনিয়া, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- সুজন পাল, ছাত্র বিষয়ক সম্পাদক- মো: সাইফুল্লাহ, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক- স্বপ্নীল পাল তূর্য। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন ইশরাত জামান বর্ষা। উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক- সেগুফতা নাসরিন শিফা। বিজ্ঞান বিষয়ক সম্পাদক-রাশিদ আবরার মজুমদার, উপ- বিজ্ঞান বিষয়ক সম্পাদক- খালেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক- ঝলক দাশ, উপ- শিক্ষা বিষয়ক সম্পাদক- মেহনাজ সুলতানা মেহরিন।
নতুন নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম তানজিম বলেন, ‘সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো এবং সকলের সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিবছর নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাবো।
এবং কালচারাল ও সামাজিক প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কো-কারিকুলার অ্যাকটিভিটিস অর্জনে সাহায্য করবো।’
সাধারণ সম্পাদক শাফি মাহবুব বলেন, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক শাফি মাহবুব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে আমাদের সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে আমাদের সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা চাই এই সংগঠনে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটবে।’