চট্টগ্রাম

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত স্কুল শিক্ষিকার চিকিৎসায় এগিয়ে এলেন সহকর্মীরা

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১ , ৫:১৫:৫৫ প্রিন্ট সংস্করণ

আশরাফ উদ্দিন, মিরসরাই:

মিরসরাইয়ে ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষিকার চিকিৎসায় সহযোগীতার হাত বাড়িয়ে দিলেন উপজেলা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকর্মীবৃন্দ। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা শিক্ষা অফিসে ক্যান্সার আক্রান্ত পূর্ব খৈয়াছড়া এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কামরুজ্জাহান বেগমের হাতে এক লাখ টাকার অনুদান তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী।

স্কুল শিক্ষিকা কামরুজ্জাহান বেগম গত এক বছর পূর্বে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া গত ১৫ এপ্রিল উপজেলার ধুম ইউনিয়নে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন অন্য এক শিক্ষক। তিনি রহমতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ বিদ্রিস আলম। তার পরিবারকেও এক লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী জানান, করোনাকালীন সময়ে শিক্ষা অফিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। দাপ্তরিক কাজের পাশাপাশি এসময়ে মৃত্যুবরণ করা, অসুস্থ শিক্ষক ও কর্মচারিদের পাশে দাঁড়াচ্ছে শিক্ষা অফিস ও শিক্ষকরা। এজন্য আমি উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি।

আরও খবর

Sponsered content

Powered by