চট্টগ্রাম

নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবসে নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতের দাবি

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৩ , ৪:২৮:১৮ প্রিন্ট সংস্করণ


দিদারুল আলম,নোয়াখালী প্রতিনিধিঃ

সর্বজনীন স্বাস্থ্য সেবা বাস্তবায়নে নারীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।

নোয়াখালী নারী অধিকার জোট, এনআরডিএস সহ জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের উদ্যোগে এনআরডিএস মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র বিনোদপুরে জেলার নারী অধিকার ও মানকাধিকার কর্মী, উন্নয়ন কর্মী, শিক্ষাবিদ সহ বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।
নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক লায়লা পারভিনের সভাপতিত্বে এবং মনোয়ারা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনআরডিএস এর নির্বাহী প্রধান আবদুল আউয়াল, পশ্চিমবঙ্গের গান্ধি বিচার পরিষদের সদস্য রঞ্জিত সরকার, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার, বন্ধনের নির্বাহী প্রধান আমিনুজ্জামান মিলন, নোবিপ্রবি’র শিক্ষক শাহানারা রহমান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা পারভিন, উন্নয়ন কর্মী তন্দ্রা বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তারা নারী স্বাস্থ্য অধিকারের নিশ্চিত করতে নীতি সংশোধন, কৌশল ও পরিকল্পনা প্রণয়ন এবং নতুন কর্মসূচি তৈরির করা প্রয়োজনতা নিয়ে বক্তব্য দেন। নারীর প্রজনন স্বাস্থ্যের পাশাপাশি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও সমানভাবে গুরুত্ব দেওয়ার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা নিম্নোক্ত দাবি সমূহ উপস্থাপন করেনঃ

  • রাষ্ট্রীয় উদ্যোগে মানসম্পন্ন সেকেন্ডারি হাসপাতাল তৈরির মাধ্যমে শয্যা ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের সংখ্যা বাড়ানো।
  • স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়নের জন্য সকল নাগরিকের জন্য স্বাস্থ্য কার্ড ব্যবস্থা চালু করা।
  • প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রী কর্মসূচির পাশাপাশি সনাতন ধাত্রীদের প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালু করা।
  • সাধারণ জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চিকিৎসকদের কর্মস্থলে নিয়মিত অবস্থান নিশ্চিত করা।
  • সেবাদানকারীদের তদারকি ও সহযোগিতার ক্ষেত্রে শক্তিশালী পর্যবেক্ষণ পদ্ধতি চালু করা।
  • প্রসূতি নারীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা, হাসপাতাল থেকে যানবাহন ও অক্সিজেন ব্যবস্থা করে দেওয়া।
  • প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়োগ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণ।
  • নার্সিং প্রশিক্ষণ ইন্সটিটিউট সমূহে আসন সংখ্যা দ্বিগুণ করা।
  • চিকিৎসকের বিপরীতে কমপক্ষে একজন ডিপ্লোমা নার্স নিয়োগ নিশ্চিত করা।
  • সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে জনগণের জন-জবাবদিহিতা বাড়ানোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সুশাসন নিশ্চিত করা এবং এ খাতে সকল প্রকার দুর্নীতি রোধ করা।

আরও খবর

Sponsered content

Powered by