রাজশাহী

পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে আলোচনা সভা

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২১ , ৭:২৯:০০ প্রিন্ট সংস্করণ

 
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে উরাঁও দিবসের গুরুত্ব, কারামের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলার চাঁদপুকুর মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। রোববার নওগাঁ উরাঁও স্টুডেন্ট এসোসিয়েশন (নসা) ও পত্নীতলা উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে নওগাঁ উরাঁও স্টুডেন্ট এসোসিয়েশন (নসা) পত্নীতলার সভাপতি জতিন টপ্য’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

প্রধান উদ্বোধক হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরদা ও উত্তরভিকারিয়া জেনারেল দিনাজপুর ধর্ম প্রদেশের সভাপতি ফাদার কেরোবিন বাকলা এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বরদা সাধারণ সম্পাদক ও নসা উপদেষ্টা বৈদ্যনাথ টপ্য।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা পাল পুরোহিত ধর্মপল্লীর রেভা ফাদার বেলিসারিও (পিমে), এস.আই.এল এর প্রজেক্ট লিডার মার্কাস সরেন, দিবর ইউপির চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by