রাজশাহী

পাঁচবিবিতে রাস্তার গাছ ভেঙে ফসলের ক্ষতি

  প্রতিনিধি ৮ জুন ২০২২ , ৬:৫৫:০৮ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : কয়েক দিনের ঝড়-বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন পাকা রাস্তার পাশের ছোট-বড় গাছ ভেঙে যায়। গাছগুলোর কান্ড, ডাল ও পাতায় কৃষকের জমিতে আছড়ে পরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বন বিভাগের মাধ্যমে উপকার ভোগিরা রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছিলেন। উপজেলার পাঁচবিবি-রতনপুর রাস্তার সমসাবাদে বড় ২ টি গাছ ভেঙে ওই এলাকার এমদাদুলের কলার বাগানে আছড়ে পরে অনেকগুলো কলাগাছ নষ্ট হয়। বাগান মালিক বলেন, গাছ পরে শুধু আমার কলাগাছেরই ক্ষতি হয়নি এখন বাগান পরিস্কার করতেও নানান সম্যসায় পরতে হচ্ছে। কলার বাগান শেষে ওই জমিতে অন্য ফসলের জন্য হালচাষেও অসুবিধা হবে।

একই এলাকার মুদিদোকানী মোস্তফা বলেন, আমার দোকানের পাশে বড় একটি তরল গাছ কয়েক বছর আগে মরে গেছে। ঝড়-বাতাসে ডাল-পাতা কবে উড়ে গেছে। শুধু মরা গাছটি বিদ্যুতের খুঁটির মতো দাঁড়িয়ে আছে। গাছটি কোনদিন যে আমার দোকানের উপর পরে ভয়ে থাকতে হয়। একই রাস্তার বড়মানিকে একটি তরল গাছ ঘাসের জমিতে পরে ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়া উপজেলার বিভিন্ন রাস্তার গাছ ভেঙে ফসলের ক্ষতি হয়েছে। ফসলের উপর ভেঙে পরা গাছগুলো অতিদ্রুত সরিয়ে নিতে যথাযথ কর্তৃপক্ষর প্রতি অনুরোধ করেন ভুক্তভোগীরা।

উপজেলা বনবিভাগ ও নার্সারি কর্মকর্তা হারুন-উর-রশিদ বলেন, বিষয়টা তৎক্ষণাত উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কৃষকের সমস্যা সমাধানে টেন্ডারের মাধ্যমে ঝড়ে পরা গাছগুলো বিক্রয়ের জন্য উপজেলা কমিটিকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

 

আরও খবর

Sponsered content