ঢাকা

পাংশায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপন

  প্রতিনিধি ৭ মার্চ ২০২২ , ৭:৩২:২৮ প্রিন্ট সংস্করণ

রতন মাহমুদ ( পাংশা, রাজবাড়ী প্রতিনিধি):

জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চ শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগে এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লাখো মানুষকে ডাক দিয়েছিলেন। এ ভাষণ এখনো অনুপ্রেরণা জোগায়।

রাজবাড়ীর পাংশায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন । প্রথমবারের মত জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।  সোমবার (৭মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা হলরুমে “ঐতিহাসিক ৭ মার্চ” ২০২২ জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সহকারি পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার শাহা, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উত্তম কুমার ঘোষ ওসি তদন্ত পাংশা মডেল থানা, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।

আরও খবর

Sponsered content

Powered by