দেশজুড়ে

সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউপিতে ফ্রি ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২১ , ৮:০৩:০০ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘ফ্রি অনলাইন করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন। ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর এর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের এ কার্যক্রমে বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের ১৮ জন ভলেন্টিয়ার এ কার্যক্রমে সহায়তা প্রদান করছে।

টিকাদান কর্মসূচির আওতায় বাঁশবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড রহমতের পাড়া হইতে ৯নং ওয়ার্ড আঁকিলপুর পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ফ্রি অনলাইন করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন করা হবে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগ সভাপতি মোঃ শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দীন। ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন টিটু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দীন চৌধুরী আদিলসহ উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content

Powered by