খুলনা

পাইকগাছায় মহান বিজয় দিবস পালিত

  প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩ , ৪:৫৭:৫৫ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র,পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব, উপকূল সাহিত্য পরিষদ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, আইনজীবী সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিনিয়র মাদরাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবসা সাহিত্য অঙ্গন, ষোলআনা ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর সকাল ৮টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, গার্লসগাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠানে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করে। সকাল ১১টায় উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বেলা ৩ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃআরিফুজ্জামান , ওসি ওবাইদুর রহমান, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপাদক্ষ মিহির বরুন মন্ডল, সুরাইয়া বানু ডলি, অ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, রেবা আক্তার কুসুম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের প্রধানগন এসময় উপস্থিত ছিলেন।

অপর দিকে চাঁদখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃআবু ইলিয়াস সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব জি এম আব্বাস উদ্দীন,ইউপি সদস্য সহ বিভিন্ন প্রতিষ্টানে শিক্ষক ও ছাত্র ছাত্রী,গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content

Powered by