দেশজুড়ে

পাইকগাছার কপোতাক্ষ নদে নৌকা ডুবি; ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি নিখোঁজ দিনমজুরের

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৭:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার কপোতাক্ষ নদে নিখোঁজ দিনমজুর অহেদ আলী দফাদার (৫০) কে গত ২৪ ঘন্টায় উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের ৫ সদস্যের উদ্ধার টিম বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়’টা পর্যন্ত কপোতাক্ষ নদের ৫ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারের ব্যাপারে সার্বিক খোঁজ খবর রাখেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও ওসি এজাজ শফী। মঙ্গলবার বিকাল ৫টার দিকে পৌরসভা ও গদাইপুর ইউনিয়নের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের আলোকদ্বীপ সংলগ্ন এলাকায় নৌকা ডুবির ঘটনায় অহেদ আলী নিখোঁজ হয়। সে গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী গ্রামের হাতেম দফাদারের ছেলে। একই এলাকার কওছার দফাদার জানান, ঘটনার দিন আমি এক মহাজনের এখানে এবং অহেদ সহ অপর ৭ জন অন্য মহাজনের ওখানে ধান রোপনের কাজ করতে যায়। মঙ্গলবার বিকাল ৫টার দিকে আলোকদ্বীপে কাজ শেষ করে অহেদ সহ ৭ দিন মজুর নৌকা যোগে নদী পাড়ি দিয়ে বাড়ী ফিরছিলো। পথিমধ্যে কপোতাক্ষ নদের মাঝে গিয়ে প্রবল ¯্রােতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন জেলের মাছ ধরা জালের রশি ধরে প্রাণ রক্ষা করলেও অহেদের কোন হদিস পাওয়া যায়নি। জালের ভিতরে অহেদ ঢুকে যায় বলে ধারণা করা হয়। এদিন নদের কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে পরের দিন সকালে ঘটনাস্থলে যান ওসি এজাজ শফ। অপরদিকে উদ্ধারের ব্যাপারে সার্বিক খোঁজ খবর রাখেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সিরাজুল ইসলাম জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ৫ সদস্যের ফায়ার সার্ভিসের উদ্ধারটিম নদীর ৫ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু কোথাও মৃত কিংবা জীবিত অবস্থায় অহেদ দফাদারের সন্ধান পাওয়া যায়নি। এদিন বিকাল ৫টা পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি বলে থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by