দেশজুড়ে

পিরোজপুরে এক দম্পতির দেহে করোনা শনাক্ত জেলায় মোট আক্রান্ত ১১

  প্রতিনিধি ৪ মে ২০২০ , ৭:৩২:৪৪ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এক দম্পতির দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, করোনা আক্রান্তদের উত্তর শংকরপাশা গ্রামে স্ত্রীর বাবার বাড়ী লকডাউন করে রবিবার রাতে সেখানে হোমআইসোলেশনে রাখা হয়েছে আক্রান্ত দম্পতি হতদরিদ্র বলে তাদের উপজেলা প্রশাসন থেকে খাদ্য সহযোগিতা দেয়া হয়েছে

সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকি জানান, অসুস্থতার জন্য ঢাকায় চিকিৎসা শেষে পিরোজপুরে আসলে করোনা উপসর্গ দেখা দেয়ায় পরীক্ষা করে দেহে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায় নিয়ে জেলায় মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে

সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, করোনা পজেটিভ দুজন স্বামী স্ত্রী তারা গত মে তারা ঢাকা থেকে পিরোজপুরে আসেন সেদিনই খবর পেয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয় তিনি আরও জানান, আক্রান্তরা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতো তবে বিষয়টি তারা গোপন করছে

উল্লেখ্য, এর আগে শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে দুই জন করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছিল এদিকে গত শনিবার জেলা হাসপাতালের আইসোলেশনে সন্ধ্যা রানী মৃত্যু করোনাজনিত নয় বলে সিভিল সার্জন জানান

আরও খবর

Sponsered content

Powered by